নভেম্বরে বন্ধ হচ্ছে গেমস্টপের এনএফটি ওয়ালেট

৭ আগষ্ট, ২০২৩ ২১:০১  

মাত্র এক বছর পরেই ক্রিপ্টো লকারের ইতি টানছে গেমস্টপ। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে পোস্ট করা এক সতর্কতায় বলা হয়, ১ নভেম্বরের পর গেমস্টপ ওয়ালেট আর থাকবে না।

ক্রিপ্টো খাতে নিয়ন্ত্রক সংস্থার অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এমনটাই মনে করছে বাজার বিশ্লেষকরা।

গেমিং রিটেইলারটির আইওএস এবং ক্রোম এক্সটেনশন লকার, যা “সেলফ-কাস্টোডিয়াল ইথেরিয়াম ওয়ালেট” হিসেবে বিবেচিত সেটি ১ নভেম্বর সরিয়ে ফেলা হবে।

আগামী ১ অক্টোবরের মধ্যে গ্রাহকদেরকে তাদের গোপন পাসফ্রেশে অ্যাক্সেস করার সুপারিশ করেছে গেমস্টপ।

ডিবিটেক/বিএমটি